Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০২১

০৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বুধবার বিসিআইসি এর দিনব্যাপী উদ্ভাবনী কর্মশালা।


প্রকাশন তারিখ : 2021-02-04

০৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বুধবার বিসিআইসি এর ২১ তলার সেমিনার হলে এক দিনের “-নথির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ৎপাদনশীলতা বৃদ্ধি করা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ এহছানে এলাহী, চেয়ারম্যান (গ্রেড-১), বিসিআইসি মহোদয় কর্মশালা এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিসিআইসি এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ এহছানে এলাহী ইনোভেশন এর উপর মূল্যবান বক্তব্য প্রদান করেন। এর পরে শুরু হয় ২০২০-২১ অর্থ বছরের উদ্ভাবকগণের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিসিআইসি এর সম্মানিত চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এর পরিচালকবৃন্দ, সচিব, ঊধ্বর্তন মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানগণের উপস্থিতিতে “কারখানার Important equipment, instruments এবং pipeline মেরামত সংক্রান্ত Job history সংরক্ষণ করা” বিষয়ের উপর বিসিআইসি এর পরিচালক (ৎপাদন  গবেষণাজনাব মোঃ শাহীন কামাল-কে, “শুষ্ক মৌসুমে ওয়াসার পানির সাহায্যে ডেমি পানি ৎপাদন” বিষয়ের উপর টিএসপিসিএল-এ কর্মরত উপ-প্রধান রসায়নবিদ জনাব সনাতন চন্দ্র দে-কে, “বিসিআইসি প্রদত্ত গৃহনির্মাণ ঋণ অবমুক্ত করণের ক্ষেত্রে EFT পদ্ধতি প্রবর্তন” বিষয়ের উপর এসএফসিএল-এ কর্মরত উপ প্রধান প্রকৌশলী (যান্ত্রিকজনাব মোঃ রকিবুল ফিরোজ-কে এবং “নৈমিত্তিক ছুটির -নথি আবেদন ফরম প্রবর্তন” বিষয়ের উপর বিসিআইসি প্রধান কার্যালয় এর আইসিটি বিভাগে কর্মরত উপব্যবস্থাপক জনাব ইমরান আহমেদ-কে উদ্ভাবনী সার্টিফিকেট, সম্মানা ক্রেস্ট ও নগদ ১০,০০০ (দশ) হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শেষে পরিচালক পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ বিভিন্ন বিষয়ের উপর মূল্যবান বক্তব্য প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি মহোদয় জনাব মোঃ লুৎফর রহমান, এফসিএমএ পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) এবং পরিচালক (কারিগরি ও প্রকৌশল) (অতিরিক্ত দায়িত্ব) ও ইনোভেশন অফিসার, বিসিআইসি মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।