জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিসিআইসি এর উদ্যোগে ১৯ নভেম্বর, ২০২০ তারিখে বিসিআইসি সেমিনার হলে আয়োজিত "শিল্পোন্নত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন" শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার, এমপি, বিশেষ অতিথি এবং মুখ্য আলোচক হিসাবে অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মুখ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাবেক গভর্ণর, বাংলাদেশ ব্যাংক অনলাইনে যুক্ত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিসিআইসি এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েছেন। সভায় স্বাতগ বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আমিন উল আহসান, পরিচালক (বাণিজ্যিক) ও আহ্বায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ওয়ার্কিং কমিটি, বিসিআইসি। "শিল্পোন্নত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন" শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিআইসি এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।