Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০১৮

ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কনট্রাক্ট সাইনিং সেরিমনি ২৪ অক্টোবর, ২০১৮।


প্রকাশন তারিখ : 2018-10-24

দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩,৪০,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।

 

কারখানা দু’টি অত্যন্ত পুরাতন হওয়ায় উৎপাদন ক্ষমতা হ্রাস এবং ডাউন টাইম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় গত ২৪ আগষ্ট, ২০১৪ খ্রিঃ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প মন্ত্রণালয পরিদর্শনের সময় উক্ত পুরাতন কারখানা দু’টির স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন, শক্তি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব  ও আধুনিক প্রযুক্তি নির্ভর একটি সার কারখানা নির্মাণের নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় অদ্য (২৪ অক্টোবর ২০১৮ তারিখ) বার্ষিক ৯,২৪,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বিসিআইসি এবং M/S MHI, Japan  ও CC7, China এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বিসিআইসি’র পক্ষে সংস্থার চেয়ারম্যান শাহ্ মোঃ আমিনুল হক, M/S MHI, Japan এর পক্ষে Senior Vice President Hajime Nagano এবং CC7, China consortium এর পক্ষে  CEO Wang Dalin এই চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জাপানের সম্মানিত রাষ্ট্রদূত মিঃ হিরোইয়াসু ইজুমি উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাননীয় শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেন, আমাদের দেশে ইউরিয়া সার কারখানার একটি ইতিহাস রয়েছে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও কৃষির কথা চিন্তা করে ফেঞ্চুগঞ্জে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী নামে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহন করেছিলেন। কারখানাটি পুরাতন হয়ে উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় একই স্থানে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল সার কারখানা স্থাপন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই বার্ষিক ৯,২৪,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপন করা হচ্ছে। আমি আশা করি এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে ইউরিয়া সারের চাহিদা মেটাতে সহায়তা করবে।