Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২০

উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন- ২০২০ অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2020-11-23

২১-২২  নভেম্বর’ ২০২০ খ্রি. তারিখ ২ (দুই) দিন ব্যাপী বিসিআইসি এর নিয়ন্ত্রণাধীন কারখানা সমূহের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও উৎপাদনশীলতা  বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালকবৃন্দের সমম্বয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কভিড-১৯ এর কারণে স্বাস্থ্য বিধিমেনে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয় এবং জনাব কে এম আলী আজম সচিব, শিল্প মন্ত্রণালয়। ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন- ২০২০ এ সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান বিসিআইসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় শিল্প মন্ত্রী বলেন, সারের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে উত্তরবংগে একটি সার কারখানা নির্মাণ করতে হবে। তিনি বলেন, লক্ষ লক্ষ মে:টন ইউরিয়া সার বিদেশ থেকে আমদানীর পরিবর্তে অভ্যন্তরীণ উৎস থেকে সারের যোগান বাড়াতে নতুন সার কারখানা জরুরি ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন। বিশেষ অতিথি মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার বলেন, আর্থিক স্বচ্ছতা এবং বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে উৎপাদনশীলতা বজায় রাখতে হবে। সভাপতির বক্তব্যে বিসিআইসি’র চেয়ারম্যান জনাব মো: মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৯৫ সালের পর সার সরবরাহের দায়িত্ব পাওয়ার পর থেকে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে বিসিআইসি। বিষয়টি নিয়ে বিসিআইসি’র সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ গর্ব করতে পারে। চেয়ারম্যান, বিসিআইসি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষার জন্য আহবান জানান।